চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫


চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক এবং ‘এক্সচেঞ্জ অব নোটস’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, সফরকালে দুই দেশের মধ্যে মোট সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে:

প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের JBIC-এর সঙ্গে ঋণচুক্তি

ওনডা ও নাকসিস কোম্পানির সঙ্গে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (SEZ) জন্য ভূমি সংক্রান্ত সমঝোতা

বাংলাদেশে ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে সমঝোতা

বিডা-তে ওএসএস প্রযুক্তি স্থাপনের জন্য জাইকার সঙ্গে চুক্তি

বিএমইটি’র সঙ্গে দক্ষতা উন্নয়ন ও ভাষাশিক্ষা বিষয়ক দুটি চুক্তি

এ ছাড়া, বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েলগেজ ডবল লাইনে রূপান্তরের লক্ষ্যে ‘এক্সচেঞ্জ অব নোটস’ সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, টোকিও সফরে প্রধান উপদেষ্টা ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে তিনি নিক্কেই আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। সফর শেষে ৩১ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। এরপর তিনি জাতিসংঘ অধিবেশন (নিউইয়র্ক), কপ-২৯ (আজারবাইজান), ডি-৮ (মিশর), ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (দাভোস), চীন, থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সফর করেন। জাপান সফর হচ্ছে তাঁর সর্বশেষ আন্তর্জাতিক সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/