সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পাঠানোর (পুশইন) ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ (২৭ মে) মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত একটি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পুশইনের মতো ঘটনাগুলো নিয়ে ভারত সরকারকে বার্তা দেওয়া হয়েছে। আমরা ভারতকে আহ্বান জানাচ্ছি, যেন প্রকৃত বাংলাদেশিদের সঠিক প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানো হয়।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “দেশের নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রতিটি বাহিনী নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সফল হবে না। সরকার একটি সংস্কারমুখী সরকার, বৈষম্যহীন কারা ব্যবস্থা গড়তে আমরা কাজ করছি।”
অনুষ্ঠানে তিনি ১৪তম ব্যাচের ডেপুটি জেলার ও ৬২তম ব্যাচের কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
https://slotbet.online/