রোডম্যাপের অভাবে হতাশ বিএনপি – Bangla Affairs

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫


জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে এ হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, “গত ২৪ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছিল। এছাড়া একই দিনে আরও দুটি রাজনৈতিক দল এবং পরদিন আরও ১৯টি দলের সঙ্গে আলোচনায় বসেন তিনি। কিন্তু আলোচনা শেষে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে আমরা গভীর হতাশা প্রকাশ করছি।”

খন্দকার মোশাররফ বলেন, “বিএনপি বা অন্য কোনো দল কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বরং আমরা বরাবরই ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ দাবি করে এসেছি। নির্বাচন ও সংস্কার দুটি প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে।”

তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদের বিবৃতি অস্পষ্ট, বিভ্রান্তিকর এবং এতে সরকারের নিরপেক্ষতা ও দুর্বলতা স্পষ্ট হয়েছে। একে সরকারের অর্জন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

সরকারের সাম্প্রতিক বিবৃতিতে ‘পরাজিত শক্তি ও বিদেশি ষড়যন্ত্রের’ যে অভিযোগ তোলা হয়েছে, তার জবাবে বিএনপি নেতা বলেন, “একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনই এই ষড়যন্ত্র ও ইন্ধনের জবাব হতে পারে।”

তিনি বলেন, “জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা না হলে বিএনপির পক্ষে সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমরা আশা করি, সরকার কালবিলম্ব না করে দ্রুত তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/