সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের আঁধারে ৮২ জন বাংলাদেশিকে পুশইন করেছে। বুধবার (২৮ মে) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত পয়েন্ট দিয়ে একাধিক গ্রুপে ভাগ করে এসব বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। বিজিবির টহল দল তাদের সবাইকে আটক করে। আটককৃতরা অতীত সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটক হওয়া ৮২ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে। তাদের মধ্যে কুড়িগ্রামের বাসিন্দা ৫৫ জন, যশোরের ৯ জন ও বাগেরহাটের ৪ জন।
আটকদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা। একই সঙ্গে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
https://slotbet.online/