মৌরিতানিয়ায় হজযাত্রীদের নিয়ে বিমান বিধ্বস্ত হয়নি

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫


মৌরিতানিয়ায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করে অনেকে নানা পোস্টও করেছেন। এ বিষয়ে আসলেই কি ঘটেছে তা জানিয়েছে মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ বিষয়ের প্রকৃত ঘটনা তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, লোহিত সাগরের উপকূলে মৌরিতানিয়ার হজযাত্রীদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে- এমন একটি গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৌরিতানিয়া সরকার।

মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ পরিচালক আল ওয়ালি তাহা এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন, মৌরিতানিয়ার সব হজযাত্রী নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছেন। কোনো ধরনের দুর্ঘটনা বা সমস্যা ঘটেনি।

এদিকে মৌরিতানিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হজ মৌসুমে তারা তিনটি নির্ধারিত ফ্লাইটে হাজিদের সৌদি আরবে পাঠিয়েছে এবং সব ফ্লাইট নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। কোনো বিমান দুর্ঘটনা বা যাত্রীদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সংস্থাটি আরও জানায়, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবটি উসকানিমূলক ও বিভ্রান্তিকর এবং এ ধরনের ভুয়া তথ্য জনমনে অযথা উদ্বেগ সৃষ্টি করছে।

সরকার ও বিমান সংস্থা উভয়েই জনগণকে দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানিয়েছে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

এর আগে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়, মৌরতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রীদের বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/