দুর্নীতির মামলায় তারেক-জোবাইদার সাজা বাতিল

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫


দুর্নীতির এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের কারাদণ্ডের (সাজা) রায় বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

যদিও তারেক রহমান আলাদাভাবে আপিল করেননি, তবে ডা. জোবাইদা রহমানের করা আপিল আবেদনে তাঁকেও খালাস চাওয়া হয়। আদালত উভয়ের সাজা বাতিল করে দেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান রায় দেন। রায়ে তারেক রহমানকে দুদক আইনের ২৬(২) ধারায় তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছর কারাদণ্ডসহ তিন কোটি টাকা জরিমানা এবং ডা. জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে সরকারের নির্বাহী আদেশে তাদের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। এরপর দেশে ফিরে আইনি লড়াই শুরু করেন ডা. জোবাইদা।

২০২4 সালের ১৩ মে হাইকোর্ট তার আপিল দাখিলের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে নেয়। পরদিন আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন মঞ্জুর করে আদালত। শুনানি শেষে ২৮ মে রায়ের দিন ধার্য করা হয় এবং আজ রায় ঘোষণার মাধ্যমে দুইজনকেই খালাস দেওয়া হয়।

জোবাইদার আইনজীবী এস এম শাহজাহান শুনানিতে বলেন, প্রমাণ ছাড়া তাড়াহুড়ো করে সাজা দেওয়া হয়েছিল। সরকার পরে নির্বাহী আদেশে সাজা স্থগিত করলেও জোবাইদা রহমান দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় বিচার চেয়ে আপিল করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যান জোবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর, চলতি বছরের ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেশে ফেরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/