ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫


মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুলকে খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (২৮ মে) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে শেষ হয়।

এসময় তাঁরা ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ৫২’র হাতিয়ার গর্জে উঠা আরেকবার, রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ৭১’র হাতিয়ার গর্জে ওঠে আরেকবার,’ ইত্যাদি স্লোগান দেন।

মশাল মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য তালুকদার হাম্মাদ বলেন, ‘২৪–এর থেকেও বড় শক্তি হচ্ছে ৭১। তাই, ইন্টেরিম সরকার ২৪–এর রক্তের ওপর দাঁড়িয়ে ৭১–এর রক্তের বিরোধী কোনো কাজ করতে পারে না। এরই প্রতিবাদে গতকাল গণতান্ত্রিক জোটের করা আন্দোলনে ৭১–এর মুক্তিযোদ্ধের বিরোধিতা করা শিবির হামলা করেছে।’

হাম্মাদ আরো বলেন, ‘আমরা বলে দিতে চাই— দেশ শিবিরের না; দেশ সমগ্র মানুষের, শিবিরের কথায় দেশ চলবে না। আমার আর একটা ভাইয়ের ওপর আঘাত হানলে ও ইন্টেরিম সরকারের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে না পারলে আমরা পুরো দেশের মানুষ নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো।’

সংগঠনটির সহ–সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন, ‘আমরা ৫২-এর, ৭১-এর ও ২৪-এর শত্রুদের সাথে আপোষ করি নাই। আমরা দেশের সকল চিহ্নিত শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি ও গতকাল রাবিতে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আমাদের ভাইদের উপর হওয়া হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/