লাহোরে লিটনদের হতাশাজনক শুরু – Bangla Affairs

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৭ রানের বড় ব্যবধানে হেরে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ২০১ রান তোলে। জবাবে সফরকারী বাংলাদেশ ১৯.২ ওভারে ১৬৪ রান করে অলআউট হয়।

বল হাতে দুর্দান্ত শুরু করে লিটনরা। প্রথম ওভারে পাকিস্তানের ওপেনার সাঈম আইয়ুবকে শূন্য রানে ফেরান শেখ মেহেদী। দ্বিতীয় ওভারে ফখর জামানকে তুলে নেন শরিফুল ইসলাম। পরে মোহাম্মদ হারিস ও সালমান আঘা ৪৮ রানের জুটি গড়েন। হারিস ১৮ বলে ৩১ রান করেন; ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। অধিনায়ক সালমান আঘা করেন ৩৪ বলে ৫৬ রান, মারেন আটটি চার ও একটি ছক্কা।

ঝড়ো ইনিংস খেলেন পিএসএলে দুর্দান্ত খেলে টুর্নামেন্ট সেরা হওয়া হাসান নওয়াজ। ২২ বলে চারটি ছক্কা ও দুটি চারে ৪৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। রান বাড়ানোর কাজটা শেষ করেন শাদাব খান। তিনি ২৫ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমন ৪ রান করে আউট হন। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম ভালো শুরু এনে দেন, ১৭ বলে ৩১ রান করেন তিনটি ছক্কা ও দুটি চার মেরে। লিটন দাসের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৮ রানের ইনিংস; মারেন তিনটি ছক্কা ও একটি চার। তিনি ১২তম ওভারের শেষ বলে দলের স্কোর যখন ১০০, তখন আউট হন।

তখনও ভালোভাবেই ম্যাচে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর ব্যাটাররা একে একে ফিরতে থাকেন, শুরু হয় যাওয়া–আসার মিছিল। ফলে ফিল সিমন্সের শিষ্যদের অলআউট হতে হয়। চারে নামা তাওহীদ হৃদয় ২২ বলে ১৭ রান করেন। শামীম হোসেন (৪) ও রিশাদ হোসেন (৪) পুরোপুরি ব্যর্থ হন। জাকের আলী ২১ বলে তিনটি ছক্কা ও একটি চারে ৩৬ রান করেন, তবে তা দলের হার ঠেকাতে যথেষ্ট ছিল না।

বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরা পেসার হাসান আলী। তিনি ইমন ও তামিমকে ফিরিয়ে দেন, পরে জাকেরকেও শিকার করেন। ৩.২ ওভারে ৩০ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন তিনি। শাদাব খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট।

বাংলাদেশের হয়ে স্পিনার শেখ মেহেদী ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন। শরিফুল ইসলাম ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। হাসান মাহমুদ ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন। তানজিম হাসান সাকিব ২ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ৫৫ রান খরচ করে ১ উইকেট নেন। শামীম পাটোয়ারী ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/