স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে স্বামী নিহত

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫


নওগাঁয় স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন ওই নারীর স্বামী। বুধবার রাত ৯টার দিকে শহরের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩–৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে ময়ূরী (২৪)–এর সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন শ্বশুরবাড়িতেই থাকতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাদক সেবনের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুমন হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলা ও হাতে কোপ দেন। এতে ময়ূরীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা সুমনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সুমনের মৃত্যু হয়। ময়ূরীকে প্রথমে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহত সুমনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এখনো তাঁর পরিবারের কেউ যোগাযোগ করেনি। মরদেহ নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/