সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় ৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ৩৩ বিজিবির একটি বিশেষ অভিযানে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. রুহুল আমিন (৬৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ২/৫-এস থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে তেতুলতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে পাচারের তথ্য পেয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের দিকনির্দেশনায় ভোমরা বিওপির একটি চৌকস আভিযানিক দল সেখানে কৌশলে অবস্থান নেয়।
অভিযান চলাকালে এক ব্যক্তি একটি ইজিবাইকে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে কাপড়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৬৬ লাখ ৮০ হাজার ৮৮৫ টাকা। জব্দকৃত মোবাইল ফোনটির মূল্য প্রায় এক হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য দাঁড়ায় ৬৬ লাখ ৮১ হাজার ৮৮৫ টাকা।
এ ঘটনায় আটক রুহুল আমিনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি জব্দকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া এবং আসামিকে আইনানুগভাবে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/