টিকিটে নেই কালোবাজারি, নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫


ট্রেনের টিকিটে এবার কোনো ধরনের কালোবাজারি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আজ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত ৩১টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে মাত্র ৪-৫টি ট্রেন ৫-৬ মিনিট দেরিতে ছেড়েছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়েছে। আজ আরও ৩৫টি ট্রেন ছাড়বে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এগুলোও সময়মতোই ছাড়বে।

টিকিট কালোবাজারি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এবার কোনো কালোবাজারির ঘটনা ঘটেনি। তবে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংক্রান্ত কিছু সমস্যা হয়। আমরা নিশ্চিত করতে চাইছি, যেন এই টিকিট ২৫ শতাংশের বেশি না দেওয়া হয়।”

তিনি আরও বলেন, ট্রেনের ছাদে যাত্রী ওঠা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কমলাপুর স্টেশন ছাড়াও বিমানবন্দর স্টেশনসহ অন্যান্য স্টেশনেও এ নির্দেশনা কার্যকর থাকবে।

গরুবাহী ট্রাক জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এমন ঘটনা যেন না ঘটে, সে জন্য আগেই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ট্রাকের সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে দিতে বলা হয়েছে। এরপরেও কেউ যদি মাঝপথে জোর করে ট্রাক থামিয়ে পশু নামানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/