ঈদুল আজহা উদযাপন করতে মানুষ ছুটছে নিজ নিজ বাড়িতে। সেই পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার (৪ জুন) কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের টিকিট পাওয়া ও অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
রেলস্টেশনে নিজে গাড়ি থেকে নামার পর রামিন নামের এক পথশিশু এগিয়ে এসে তাকে সালাম দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টাও তার দিকে এগিয়ে যান। তখন রামিন স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে।
এই হৃদয়ছোঁয়া মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা অনেক মানুষকে আবেগাপ্লুত করে।
ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা রামিনকে পা ছুঁতে না দিয়ে আশীর্বাদ করেন এবং তাকে কিছু টাকা দিতে চান। কিন্তু রামিন বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে বারবার বলতে থাকে, ‘স্যার, টাকা লাগবে না স্যার, না না, টাকা লাগবে না।’
অনেক চেষ্টা করেও স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে টাকা দিতে পারেননি। পরে রামিন চলে যেতে চাইলে উপদেষ্টা আবার তাকে ডেকে এনে স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রামিন জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়ি থেকে নেমে তাকে ধরায় সে খুবই আনন্দিত হয়েছে।
তবে টাকা না নেওয়ার কারণ হিসেবে সে বলে, ‘টাকা নিলে মানুষে মন্দ বলবে। এই টাকা দিয়ে দুদিন খেয়েই শেষ হয়ে যাবে। আমার টাকা লাগবে না, উনার দোয়া হলেই চলবে।’
নিজের পরিচয় দিয়ে কিশোর রামিন জানায়, তার বাড়ি নেত্রকোনার জাহেরপুরে।
https://slotbet.online/