ঢাকার মিরপুরের পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চলচ্চিত্র পরিচালক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মিরপুর কালশি সেকশন-১২, ই-ব্লকের ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকসেদুর রহমান।
অভিযানের সময় পুলিশের একটি দল বাড়ির মালিকের অনুমতি নিয়ে নিচতলার একটি ফ্ল্যাটে প্রবেশ করে। দারোয়ানের সহায়তায় ফ্ল্যাটটির দরজা খোলার পর আবু সুফিয়ানকে সেখানেই পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করলে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু সুফিয়ানের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ রয়েছে। একটি হলো, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অর্থায়নের অভিযোগ। অন্যটি, তিতাস গ্যাস অফিসে প্রায় ১,২০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ।
https://slotbet.online/