বান্দরবান জেলা বিএনপির ৪৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩২ জনকে সদস্য করা হয়েছে। এতে সাচিং প্রু জেরিকে আহ্বায়ক, জাবেদ রেজাকে সদস্যসচিব এবং অধ্যাপক ওসমান গণিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাবেদ রেজা কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক: লুসাই মং, মজিবর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান লিটন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, সাশৈ প্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, বাবু রিটল কান্তি বিশ্বাস, মো. নেজাম উদ্দিন।
সদস্য: মাম্যাচিং, আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, আব্দুর শুক্কুর, নুরুল ইসলাম, শাহদাত হোসেন, সাবেকুর রহমান, সরোয়ার জামাল, চনুমং, সেলিম রেজা, থোয়াই নু অং চৌধুরী, আলহাজ্ব মো. মুছা, মংশৈহ্লা, আব্দুর রব, নুরুল কোম্পানি, আরেফ উল্লাহ ছোট্টু, মাওসেতুং তংচঙ্গ্যা, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মংক্যনু চৌধুরী, অ্যাডভোকেট উম্যাসিং, মাসুক আহমেদ, শ্যামল কান্তি বড়ুয়া, নাছির উদ্দিন, টিমং প্রু, আবু তাহের মিয়া, আবু বক্কর, সাইফউদ্দিন, আবুল হাসেম, উফাসা মারমা, মংশৈম্রাই, শৈসা অং, নজরুল ইসলাম ও নুমং প্রু মারমা।
এর আগে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি সাচিং প্রু জেরিকে আহ্বায়ক এবং জাবেদ রেজাকে সদস্যসচিব করে বান্দরবান জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
https://slotbet.online/