জিসাস নেত্রী, শোবিজ আর বিতর্কের এক জটিল মুখ ডা. সাবরিনা; এবার হেনস্থার শিকার হলেন গরুর হাটে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এক কন্টেন্ট ব্যক্তিত্ব, যার আকর্ষণীয় সাজপোশাক, ভিডিও ও ভাইরাল মন্তব্য প্রায়শই তাকে এনে দেয় ট্রেন্ডিংয়ের শীর্ষস্থান। এখন শুধু স্বাস্থ্য খাতেই নয়—শোবিজ, রাজনীতি এমনকি কন্টেন্ট ইন্ডাস্ট্রিতেও তিনি সক্রিয়।
ডা. সাবরিনার কৌশল স্পষ্ট—যেকোনো ভাইরাল ট্রেন্ডে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা। এজন্য তিনি কন্টেন্ট ক্রিয়েটরদের আগেভাগেই জানিয়ে দেন, তিনি কোথায় যাচ্ছেন। ফলে তার গন্তব্যে আগে থেকেই প্রস্তুত থাকে ইউটিউবার ও টিকটকারদের ক্যামেরা। তবে এবার পরিস্থিতি তার অনুকূলে ছিল না।
সম্প্রতি রাজধানীর একটি গরুর হাটে গিয়েছিলেন তিনি। সেখানেও সঙ্গে ছিলেন পরিচিত কন্টেন্ট নির্মাতারা। তারা শুরু করেন অনবরত প্রশ্ন ছুঁড়ে দেওয়া—তিনি কাদের নামের গরু কিনতে এসেছেন, তিনি কি উট কিনবেন, ইত্যাদি। এক পর্যায়ে ডা. সাবরিনা একটি কালো রঙের বড় গরুর ব্যাপারে আগ্রহ দেখান এবং বলেন, “এটা আমার নানাবাড়ির এলাকার গরু।”
কিন্তু তার এই ঘোরাফেরা ও ক্যামেরার ফ্ল্যাশ গরুর ব্যাপারিদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কন্টেন্ট নির্মাতাদের ভিড়ে গরুগুলোর আচরণ অস্থির হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ব্যাপারীরা ডা. সাবরিনাকে সরিয়ে দিতে চাইলে তিনি বেকায়দায় পড়ে যান। একপর্যায়ে হেনস্থার শিকার হন এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার আগে তিনি ফজলুর রহমান বাবুর সঙ্গে ‘অভিমানে তুমি’ নামে একটি নাটকে অভিনয় করেছেন, যা নিয়ে তার শোবিজে সম্পৃক্ততা নতুন করে আলোচনায় আসে।
সম্প্রতি তিনি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (নেত্রী) হয়েছেন দিনাজপুরের সন্তান ডা. সাবিরনা হুসেন মিষ্টি। রাজনৈতিক প্ল্যাটফর্মে, যার মাধ্যমে তিনি ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘নতুন নেতৃত্ব গঠনের’ প্রতিশ্রুতি দিচ্ছেন।
তবে ডা. সাবরিনার অতীত এখনও তার ছায়ার মতো অনুসরণ করছে। করোনা ভাইরাস মহামারির সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারে ভুয়া করোনা পরীক্ষার ভয়াবহ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। সেসময় তার প্রতিষ্ঠান ১৫,৪৬০ জনকে ভুয়া রিপোর্ট দিয়েছিল—যার ফলে মানুষের জীবন নিয়ে ভয়ানক প্রতারণা সংঘটিত হয়। সেই মামলায় তিনি কারাবরণও করেন।
চিকিৎসা, শোবিজ, রাজনীতি এবং কন্টেন্ট—সবখানেই তার পদচারণা, কিন্তু তার উপস্থিতি যেন প্রতিবারই বিতর্ক ডেকে আনে। গরুর হাটের সাম্প্রতিক অভিজ্ঞতাও সেই ধারাবাহিকতারই একটি নতুন পর্ব।
https://slotbet.online/