বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঈদের ঠিক একদিন আগে, ৬ জুন ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর: বিবিসি বাংলার
সূত্র মতে, এই সফর মূলত পারিবারিক। জয় ঈদের দিন মায়ের সঙ্গে কাটিয়েছেন এবং কয়েকদিন ধরে তারা একসঙ্গে সময় পার করছেন। যদিও রাজনৈতিক আলোচনা কিছুটা হয়েছে বলেই অনুমান, তবে এ সফরের মূল উদ্দেশ্য পারিবারিক পুনর্মিলন।
পাসপোর্ট ও সফরের পেছনের প্রেক্ষাপট
জয় যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের আদেশে। পরে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও পাসপোর্ট পান। এরপর থেকেই তার ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।
প্রাথমিক পরিকল্পনা ছিল কয়েক মাস পরে ভারতে আসার, কিন্তু তা এগিয়ে এনে ৬ জুন দিল্লিতে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে শেখ হাসিনার গোপন বাসস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই রয়েছেন শেখ রেহানাও।
শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা
গত বছরের আগস্টে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার অবস্থান সবসময় গোপন রাখা হয়েছে। শুরুতে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে রাখা হলেও পরে দিল্লির অন্য একটি সুরক্ষিত স্থানে স্থানান্তর করা হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শেখ হাসিনার যাতায়াত ও সাক্ষাৎ সীমিত রাখা হচ্ছে। যদিও কখনও কখনও তার কিছু ব্যক্তিগত সাক্ষাৎ হচ্ছে, তা পুরোপুরি গোপনে।
দলের সঙ্গে জয়-এর যোগাযোগ
ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জয় তাদের সঙ্গে এখনো সরাসরি দেখা করেননি। এই সফরে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়ারও কোনো পরিকল্পনা নেই তার। কলকাতা সফরের সম্ভাবনাও আপাতত নেই বলে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সূত্র জানিয়েছে।
কতদিন থাকবেন জয়?
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জয় ভারতে দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় আসেননি। তিনি কয়েক দিনের মধ্যেই ভারত ছেড়ে চলে যেতে পারেন। এই সফরে তিনি মূলত মায়ের সঙ্গে সময় কাটানো এবং কিছু সীমিত রাজনৈতিক আলোচনা করতেই এসেছেন।
https://slotbet.online/