ভারতে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫


ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।

তারেক রহমান লিখেন, “এটা হৃদয়বিদারক যে, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভারতে বিধ্বস্ত হয়েছে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন, এই শোকের সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিকভাবে প্রার্থনা করি।”

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ৩০ সেকেন্ডের মাথায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যের মধ্যে অধিকাংশের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্য, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/