পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ৩ সমন্বয়ক সেনাবাহিনীর হাতে আটক

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫


সাতক্ষীরার দেবহাটা উপজেলায় চাঁদা আদায়ের সময় তিনজন সমন্বয়ককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম, এবং আশাশুনি উপজেলার বাসিন্দা আব্দুর রহমান।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, দুপুরে পাঁচজন ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দেয়। এদের মধ্যে তিনজন রব্বানীর ঘরে এবং দুইজন আব্দুর রবের ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা ব্যবসার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। তবে বাকী তিনজনকে আটকে রেখে তারা সাতক্ষীরা সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর একটি ইউনিট এসে অভিযুক্তদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ বলেন, “আওয়ামী লীগ আমলে ইউপি সদস্য রব্বানী নানা অনিয়ম করেছে। তাই জেলা সমন্বয়করা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়। আমাকে জানালে আমি পুলিশ পাঠাই। কিন্তু রব্বানীর পরিবারের সদস্যরা মিথ্যা অপপ্রচার চালিয়ে সমন্বয়কদের ডাকাত বানিয়ে ফাঁসিয়েছে।”

রিপোর্ট লেখার সময় পর্যন্ত ইউপি সদস্যের স্ত্রী দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, “তিনজন সমন্বয়ক আটক হওয়ার কথা শুনেছি। তবে তারা এখন সেনাবাহিনীর হেফাজতে থাকায় বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/