এবার দিনের আলোতে ইরানে হামলা চালাল ইসরায়েল

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫


ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এবার দিনের আলোতে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর ঘাঁটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উপরে উঠছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ঘাঁটিতে যুদ্ধবিমান রাখা হয় এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরানে ও আশেপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ, এবং অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

অন্যান্য অনেক ভবন ও স্থাপনাও সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। অপারেশন “রাইজিং লায়ন” নামের এই হামলায় আরও কয়েকটি পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

অন্য দিকে হামলা চলাকালে ইরানও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করে, কিন্তু ওগুলো লক্ষ্যে পৌঁছার আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/