মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫


ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটের সামনে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। বিদেশি জাহাজের নাবিকদের জন্য ভাইরাস প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, “সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।”

তিনি আরও জানান, “আগামী ১৫ জুন অফিস খুলছে। এ অবস্থায় সবাইকে করোনাবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দর হাসপাতাল থেকেও সতর্কতা জারি করা হয়েছে। কারও মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে হাসপাতালের নির্ধারিত দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।”

বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে এবং আমদানিকারক-রপ্তানিকারকরা নিয়মিত বন্দরে এসে তাদের পণ্য লোড-আনলোড করছেন।

এছাড়া বন্দরের ফেয়ারওয়ে ও বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজও স্বাভাবিক রয়েছে বলে জানান উপ-পরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/