বোয়িং ৭৮৭ মডেলের সব বিমান পরীক্ষা করা হবে

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫


আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এক ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী, পাইলট, ক্রুসহ মোট ২৭৪ জন প্রাণ হারানোর ঘটনায় বোয়িং ৭৮৭ মডেলের সব বিমানের নিরাপত্তা পরীক্ষা জোরদারের নির্দেশ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা এয়ার ইন্ডিয়াকে জানায়, ‘জিইএনএক্স’ ইঞ্জিনসংবলিত বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ মডেলের বিমানগুলো নিয়ে অতিরিক্ত কারিগরি মূল্যায়ন করতে হবে। এতে ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, ইঞ্জিন ফুয়েল ম্যানেজমেন্ট এবং উড্ডয়ন সংক্রান্ত সীমাবদ্ধতা বিশেষভাবে খতিয়ে দেখা হবে।

শনিবার দিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের বিমান পরিবহনমন্ত্রী রাম মোহান নাইডু বলেন, “আমাদের বহরে এই মুহূর্তে বোয়িং ৭৮৭ মডেলের ৩৪টি বিমান রয়েছে। এর মধ্যে আটটি ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে এবং বাকিগুলোর কাজ দ্রুত এগিয়ে চলেছে।”

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। উড্ডয়নের কিছু সময় পরই এটি উচ্চতা ধরে রাখতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং বিমানবন্দরের পাশের একটি মেডিকেল হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়।

বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন। বিধ্বস্ত হওয়ার ফলে বিমান ও হোস্টেল মিলিয়ে মোট ২৭০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে ৫৩ জন ছিলেন ব্রিটিশ, একজন কানাডীয়, ৭ জন পর্তুগিজ, আর বাকি সবাই ভারতীয়।

পরীক্ষা চলছে, বিলম্ব হতে পারে দীর্ঘ রুটের ফ্লাইটে ফ্লাইটরেডারের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বহরে বোয়িং ৭৮৭ মডেলের ৩৩টি এবং ইন্ডিগোর বহরে রয়েছে একটি মাত্র বিমান।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার। সরকারের তত্ত্বাবধানে আমরা প্রতিটি বিমানের নিরাপত্তা মূল্যায়ন করছি। এতে কিছু সময় লাগতে পারে, ফলে দীর্ঘ দূরত্বের যাত্রায় কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে।”

মন্ত্রী রাম মোহান নাইডু বলেন, “আমরা দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখছি। কোনো ত্রুটি থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/