কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটিকে মামা-ভাগ্নের নেতৃত্বাধীন বিতর্কিত ও মেয়াদোত্তীর্ণ কমিটি আখ্যা দিয়ে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতারা।
শনিবার (১৪ জুন) বিকেল ৪টায় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমুদারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা।
বক্তারা অভিযোগ করেন, কুতুব-জাকির নামে পরিচিত মামা-ভাগ্নের নেতৃত্বে গঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আত্মীয়কেন্দ্রিক স্বজনপ্রীতির মাধ্যমে নিষ্ক্রিয়, আপসকামী ও আওয়ামী লীগ ঘেঁষা ব্যক্তিদের দিয়ে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত দলীয় নেতারা চরমভাবে অবহেলিত হয়েছেন।
তারা আরও বলেন, কোনো ধরনের নির্বাচন বা পরামর্শ ছাড়াই সার্চ কমিটি ও অন্যান্য সাংগঠনিক কমিটি একতরফাভাবে ঘোষণা করা হচ্ছে। এভাবে গণতন্ত্রবিহীন প্রক্রিয়ায় বিএনপির জেলা কাঠামো গড়ে তোলা নিন্দনীয় এবং তা একটি সুপরিকল্পিত ধ্বংসাত্মক নীলনকশার অংশ।
বক্তারা দাবি করেন, মামা-ভাগ্নে জুটির নেতৃত্বাধীন এই আহ্বায়ক কমিটির আর কোনো সাংগঠনিক বৈধতা নেই, কেননা এর মেয়াদ বহু আগেই শেষ হয়েছে।
তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী, নিষ্ঠাবান ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন গণতান্ত্রিক ও কার্যকর জেলা কমিটি গঠনের জোর দাবি জানান। সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত অসন্তুষ্ট নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
https://slotbet.online/