ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫


বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ বিপর্যয় ভারতে। এবার উত্তরাখণ্ডে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি অঞ্চলের এক জঙ্গলে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন, যাদের ছয়জনই তীর্থযাত্রী। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে খারাপ আবহাওয়া এবং প্রযুক্তিগত ত্রুটির কথা বলা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা গবাদি পশুর জন্য খাদ্য সংগ্রহ করতে গিয়ে জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারটি দেখতে পান। পরে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং উদ্ধারকারী অন্যান্য দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ‘এক্স’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানান, দুর্ঘটনাস্থলে তৎপর রয়েছে রাজ্য প্রশাসন, এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল।

এদিকে কলকাতা থেকে পাওয়া সর্বশেষ খবরে জানানো হয়েছে, হেলিকপ্টারের সাত আরোহীর মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে গত ১২ জুন ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৩২ যাত্রী ও ১০ জন ক্রুসহ একটি আন্তর্জাতিক ফ্লাইট বিধ্বস্ত হয়। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর আছড়ে পড়ে। ওই ঘটনায় ২৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২৪১ জনই ছিলেন ফ্লাইটের যাত্রী ও ক্রু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/