টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫


গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মো. মোস্তফা সরদার (৬৩) নামের এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে আতঙ্ক ছড়াতে তারা দুটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়।

রবিবার (১৫ জুন) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোস্তফা সরদার বলেন, “নামাজ পড়তে যাওয়ার পথে ছিনতাইয়ের একটি দৃশ্য দেখে বাধা দিলে দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় তারা।”

স্থানীয়রা জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা দুটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযুক্তরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার রাজু, রহিম, রবু, হৃদয়, শাকিল ও রায়হান। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

আহতের কন্যা শিল্পী আক্তার বলেন, “এরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় আমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে। আমরা এসব দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্তদের কারণে এলাকায় বসবাস ও চলাচল কঠিন হয়ে পড়েছে। কিছুদিন আগেও তারা এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/