বান্দরবানে আ.লীগ দোসরদের এনসিপিতে কোন স্থান হবে না

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫


বান্দরবান জেলায় ১৩ জাতিগোষ্ঠীকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে আ.লীগের দোসরদের কোনো স্থান হবে না। দলের কেউ যদি আ.লীগ ঘেঁষা হয়ে থাকে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার সকালে শহরের কাপ অব জয় রেস্টুরেন্টে জেলা সমন্বয় কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বান্দরবানের জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম (সোহেল)।

যুগ্ম সমন্বয়কারী তপন মারমা বলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে, যাতে প্রান্তিক জনগণের কথা সরকারে পৌঁছে দেওয়া যায় এবং সরকারের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। তিনি আরও বলেন, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মাধ্যমেই আমরা আ.লীগমুক্ত বান্দরবান পেয়েছি। গত ১৭ বছরে যারা আ.লীগের সঙ্গে যুক্ত ছিল, তাদের আর বান্দরবানে জায়গা নেই। বান্দরবানের ১৩ জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির সৌন্দর্য রয়েছে, সেটিকে আরও সুন্দর পরিবেশে বজায় রাখতে এনসিপির প্রধান লক্ষ্য নির্ধারিত হয়েছে। এনসিপি জেলায় সর্বক্ষেত্রে সুষ্ঠুভাবে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

যুগ্ম সমন্বয়কারী আহম্মদ সায়েম বলেন, বান্দরবানের এনসিপির রাজনীতি হবে জনগণের চাহিদা ও গ্রহণযোগ্যতা বিবেচনায়। পাহাড়ের ১৩টি জাতিগোষ্ঠীকে নিয়ে সুষ্ঠু পরিবেশে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সুষ্ঠুতা, নিরপেক্ষতা ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে এনসিপিকে প্রতিষ্ঠা করা হবে।

বান্দরবান জেলা জাতীয় নাগরিক কমিটিতে ২৯ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ শহিদুল ইসলাম (সোহেল) কে প্রধান সমন্বয়কারী, ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ১৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/