কারাগারে আ.লীগ নেতার আত্মহত্যা – Bangla Affairs

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫


ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আওয়ামী লীগ নেতা ও সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫)। রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, সুজন ডিটেনশনে সাধারণ বন্দিদের কক্ষে ছিলেন। সকালে নাশতা করলেও সঙ্গীদের একজন আদালতে এবং অপরজন ঘুমিয়ে থাকায় সুযোগ পেয়ে জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নেওয়া হয়, পরে ঢামেকে স্থানান্তর করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, “সুজনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমন, জমি দখল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ ১৫টির বেশি মামলা চলমান ছিল। কীভাবে এই আত্মহত্যা ঘটলো তা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।”

২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর সুজন আত্মগোপনে চলে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

হাসিনার শাসনামলে সুজন একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে সাভারের বিরুলিয়ার কাকাবর এলাকা থেকে প্রথম গ্রেপ্তার হন তিনি।

তার আত্মহত্যা কারা নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নাকি পূর্বপরিকল্পিত কোনো চাপের ফল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি ঘিরে কারাগার প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/