জাতিসংঘের গুম তদন্ত দলের সঙ্গে ড. আসিফ নজরুলের বৈঠক

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫


জাতিসংঘের গুমবিষয়ক কার্যনির্বাহী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ সোমবার সকাল ৯টায় সচিবালয়ের তার নিজ কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের তিনজন সদস্য উপস্থিত ছিলেন—গ্রাজিনা বারানোউস্কা, আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ এবং মো. জাহিদুল ইসলাম। এছাড়াও আইন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠকে অংশ নেন। বৈঠকটি শেষ হয় সকাল সাড়ে ১০টায়।

বৈঠক শেষে সকাল ১১টায় নিজের কার্যালয়ে সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের।

উল্লেখ্য, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গুমের অভিযোগ রয়েছে। এসব ঘটনার তদন্তে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধীনস্থ ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি) বহু বছর ধরে ঢাকায় এসে অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করে আসছিল। অবশেষে দীর্ঘ এক দশক পর এবারই তারা বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/