শেফালির মৃত্যুতে নিরাপত্তারক্ষীর বিস্ময়কর দাবি

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। ‘কাঁটা লাগা’ খ্যাত এই তারকা মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়, তবে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে চিকিৎসকেরা জানান।

শেফালির মৃত্যুকে ঘিরে নানা তথ্য উঠে আসছে। তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর দাবি এসেছে বাড়ির নিরাপত্তারক্ষী শত্রুঘ্নের কাছ থেকে। তিনি জানান, রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে তিনি একটি গাড়ির জন্য গেট খুলেছিলেন, কিন্তু তখনো শেফালির মৃত্যুর কোনো খবর জানতেন না। পরে রাত ১টার দিকে ফোনে খবর পান এবং ছবিসহ নিশ্চিত হন।

শত্রুঘ্ন আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শেফালি ও তার স্বামী পরাগ ত্যাগীকে তাদের পোষা প্রাণীর সঙ্গে হাঁটতে দেখেছেন। শুক্রবার রাত ৯টার দিকে পরাগ মোটরসাইকেলে বাড়ি ফেরেন, তখনও শেফালি বাড়িতে ছিলেন। অথচ রাত সাড়ে ১০টার মধ্যেই তাকে হাসপাতালে নেওয়া হয়—এই সময়ের ব্যবধান নিয়ে বিস্ময় প্রকাশ করেন নিরাপত্তারক্ষী।

শেফালির মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শেফালি মূলত ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এরপর তিনি ৩৫টির বেশি মিউজিক ভিডিও ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৪ সালে বলিউডে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে, যদিও ছোট চরিত্রে।

ব্যক্তিজীবনে শেফালির প্রথম দাম্পত্য জীবন সুখের ছিল না। ২০০৯ সালে প্রথম স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদ ঘটান। পরবর্তীতে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৪ সালে বিয়ে করেন। তারা ‘নাচ বালিয়ে ৫’ ও ‘বিগ বস ১৩’-এ একসঙ্গে অংশগ্রহণ করেন।

নিয়মিত স্বাস্থ্যচর্চা করা, খোলামেলা ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে কাজ করছিলেন।

তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, অনুরাগী ও পুরো বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/