তৃণমূল থেকেই ক্রিকেটার তৈরি করতে কাজ করছে বিসিবি

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটের ভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “ক্রিকেটার হতে চাইলে আর ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। বিসিবি এখন এমন একটি কাঠামো গড়ছে, যেখানে প্রতিভা থাকলেই উপজেলা পর্যায় থেকেই উঠে আসা সম্ভব হবে।”

রোববার (২৯ জুন) সকালে বরিশাল স্টেডিয়ামে জাতীয় দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিসিবি সভাপতি আরও জানান, “খুব শিগগিরই দেশের প্রতিটি উপজেলায় একজন করে প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে প্রতিভা অনুসন্ধানে বিসিবি কাজ করে যাচ্ছে।”

তবে আয়োজনের উচ্ছ্বাসের পাশাপাশি বরিশালের মাঠ পর্যায়ের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের ক্ষোভও উঠে আসে। তারা বিসিবি সভাপতির কাছে তুলে ধরেন স্টেডিয়াম সংস্কারের নামে বছরের পর বছর অবহেলার চিত্র এবং এক যুগ ধরে জাতীয় বা জেলা লিগ না হওয়ায় বরিশালের ক্রীড়া অচলাবস্থার অভিযোগ।

এদিকে নবীন ও ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ছিলো স্বপ্ন ও উৎসাহের আবহ। অনেক অভিভাবক তাদের ছেলে-মেয়েদের সঙ্গে মাঠে এসে বিসিবির প্রতি আস্থা প্রকাশ করেন—তাদের প্রত্যাশা, এবার বরিশালের ক্রিকেট আবার জেগে উঠবে।

অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি বরিশাল স্টেডিয়ামের চলমান সংস্কার কাজ ঘুরে দেখেন। এ সময় বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস, সোহাগ গাজীসহ স্থানীয় ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। সেই ঐতিহাসিক অর্জনের রজত জয়ন্তী উপলক্ষে দেশের সাত বিভাগীয় শহরে বিশেষ আয়োজনের অংশ হিসেবে এই অনুষ্ঠান হয় বরিশালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/