উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষায় ‘উপকূল বাঁচলে দেশ বাঁচবে—গাছ লাগান, প্রাকৃতিক ঢাল গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে মোংলায় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর অংশ হিসেবে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪ হাজার ৫০০টি ফলজ, ঔষধি ও কলমজাত চারা বিতরণ করেছে এনজিও সংস্থা ‘নবলোক’।
বর্ষা মৌসুমকে উপযুক্ত সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক পরিবেশবান্ধব এ উদ্যোগ বাস্তবায়ন করছে নবলোক পরিষদ। কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পরিচালিত ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপলস অফ বাংলাদেশ (RHL)’ প্রকল্পের আওতায়।
মোংলা উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা বিতরণের পাশাপাশি চারার সুরক্ষায় বেড়া হিসেবে ব্লু-নেটও সরবরাহ করেছে সংস্থাটি।
চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাস, প্রকল্প সমন্বয়কারী কাজী তোবারক হোসেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিবেশবিদদের মতে, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একদিকে যেমন প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে, তেমনি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও সবুজ উপকূল গড়ার উদ্যোগে উদ্বুদ্ধ করবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও টেকসই উপকূল গড়ার পথে দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করবে।
https://slotbet.online/