এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার – Bangla Affairs

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ও সব ধরনের আন্দোলন প্রত্যাহার করেছেন। রোববার (২৯ জুন) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব বোর্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন। আন্দোলনের দ্বিতীয় দিনেও রোববার ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হয়, যাতে আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ের বাইরে অবস্থান নেন শত শত কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারীদের অভিযোগ, রাজস্ব আদায়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে এনবিআরের বিভিন্ন স্তরে অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এসবের জন্য দায়ী হিসেবে তারা বর্তমান চেয়ারম্যানকে চিহ্নিত করে তার পদত্যাগ দাবি করেন।

তবে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন এবং ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যস্থতায় আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়। এর ফলে এনবিআরের স্বাভাবিক কার্যক্রম সোমবার (৩০ জুন) থেকে আবারও শুরু হওয়ার কথা রয়েছে।

এই কর্মসূচির কারণে গত কয়েক দিনে রাজস্ব আহরণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকার আশু পদক্ষেপ না নিলে এমন ধরনের অচলাবস্থা ভবিষ্যতে আবারও ফিরে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/