রাজধানীর খিলক্ষেতে উচ্ছেদ হওয়া দুর্গা মন্দিরের স্থানে একটি স্থায়ী মন্দির নির্মাণের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৯ জুন) বিকেলে ওই স্থান পরিদর্শন করে বিএনপিসমর্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা তার পক্ষ থেকে এই আশ্বাস দেন।
পরিদর্শনকালে কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ সাহাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রতি বছর এলাকায় অস্থায়ীভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং পূজা শেষে মন্দির সরিয়ে নেওয়া হতো। তবে এবার পূজা শেষে মন্দিরটি সরানো না হওয়ায় রেল কর্তৃপক্ষ মৌখিক ও লিখিতভাবে নোটিশ দিলেও তা উপেক্ষিত হলে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
নেতারা মন্দির ভাঙচুর এবং প্রতিমা বিনষ্টের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, এটি শুধু ধর্মীয় অবমাননাই নয়, সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।
তারা আরও জানান, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সারাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তারা।
https://slotbet.online/