আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে ৩০০ আসনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।
রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এই ঘোষণা দেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক সমন্বয়ের ধারা তৈরি হয়েছে। এই ধারায় কেউ কাউকে দমন বা উৎখাত করছে না—এটা অব্যাহত রাখা জরুরি। খেলাফত মজলিস রাজনৈতিক ঐক্য ধরে রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মামুনুল হক বলেন, প্রয়োজন হলে দল ৩০০ আসনেই প্রার্থী দেবে। তবে বৃহত্তর ইসলামপন্থী ঐক্য বা সমঝোতা হলে তা বিবেচনায় নেওয়া হবে।
সংসদের কাঠামো বিষয়ে তিনি বলেন, দ্বিকক্ষীয় সংসদে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ গঠনের বিষয়ে এখনও স্পষ্টতা নেই। আংশিক পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) সিস্টেম নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। বিরোধী রাজনীতিকে নিশ্চিহ্ন করার সংস্কৃতি চলতে পারে না। খেলাফত মজলিস ইসলামপন্থী ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাসী ছিল এবং আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আলী উসমান, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।
https://slotbet.online/