এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। ১০ মিনিটেই লিড নেয় দলটি। ফরোয়ার্ড শামসুন্নাহার চমৎকারভাবে বল রিসিভ করে বক্সে ঢুকে বাহরাইনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে মাথার ওপর দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান। এরপরই বাংলাদেশ ডাগআউটে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মাত্র পাঁচ মিনিট পর আরও একটি দৃষ্টিনন্দন গোল করেন দলের আরেক ফরোয়ার্ড। বাম প্রান্ত থেকে আসা লম্বা ক্রস সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে স্কোরলাইন করেন ২-০।
৪২তম মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার মধ্যে কোহাতি কিসকুর শট জালে জড়ায়, যা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তহুরা খাতুন মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি দুর্দান্ত গোল করেন। তাতে প্রথমার্ধ শেষ হয় ৫-০ গোলে।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। আক্রমণের ধার কমেনি। আরও দুটি গোল করে ৭-০ ব্যবধানে ম্যাচ শেষ করে বাংলাদেশ। যদিও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল তহুরার।
এই জয়ে বাংলাদেশের নারী ফুটবল দল এএফসি বাছাই পর্বে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করল। দলের দুর্দান্ত পারফরম্যান্সে দেশব্যাপী ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে।
https://slotbet.online/