ঢাকার আদাবর ও মোহাম্মদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিএনপির কাউন্দিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও দারুস সালাম থানার যুবদলের সাবেক সভাপতি মমিনুল ইসলামসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে শনিবার পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আদাবর এলাকায় মমিনুল ইসলামের বাসার শয়নকক্ষ থেকে ২.২ মিমি ক্যালিবারের ২০ রাউন্ড গুলি (সোনালি রঙের ১৮টি ও সিলভার রঙের ২টি), একটি পিয়েরে কার্ডিন ব্র্যান্ডের ট্রাভেল ব্যাগ, ১৪ ইঞ্চির একটি চাইনিজ কুড়াল এবং দুটি ছোরা (একটি ২০ ইঞ্চি, অন্যটি ১৬.০৫ ইঞ্চি দৈর্ঘ্যের) উদ্ধার করা হয়। এছাড়া অন্যান্য গ্রেপ্তারকৃতদের কাছ থেকেও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মমিনুল ইসলামসহ অভিযুক্তদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী ধাপে আদালতে তোলা হবে।
কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা (নাম প্রকাশ না করার শর্তে) জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রধারীদের প্রভাব ছিল। এই অভিযানে তাঁরা স্বস্তি ও নিরাপত্তাবোধ করছেন। স্থানীয় যুবদলের একজন নেতাও অভিযানকে “প্রয়োজনীয় ও সময়োপযোগী” হিসেবে উল্লেখ করেছেন।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযান এলাকায় সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
https://slotbet.online/