ভয়ভীতিকে উপেক্ষা করে সত্য প্রকাশ করুন

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম মোংলায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার (৬ জুলাই) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাব অডিটরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাসান গাজী।

প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, “বিএনপির দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এবং ছাত্র-জনতার জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। আজ গণমাধ্যম স্বাধীন। আপনাদের দায়িত্ব এখন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা—ভয়ভীতিকে উপেক্ষা করে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে শুধু রাজনৈতিক নেতাকর্মীরা নয়, সাংবাদিকরাও রাজপথে লড়াই করেছেন। আগামী দিনেও আপনাদের ভূমিকা অপরিহার্য। সাংবাদিকরা সমাজের আয়না। যদি কেউ আপনাদের ভয়ভীতি, মামলা কিংবা হামলার হুমকি দেয়, তবে আমরা সংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

সভা শেষে মোংলা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মোংলা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ শেখসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/