ফরিদা পারভীনের পাশে বিএনপির সহমর্মিতার ছায়া

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫


সংকটাপন্ন অবস্থায় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন। বুধবার (৯ জুলাই) হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির একটি পরিদর্শন দল। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিল্পী ফরিদা পারভীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে লিভারের রোগ, ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন ৭০ বছর বয়সী ফরিদা পারভীন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ৫ জুলাই তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আয়েশা মেমোরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

মঙ্গলবার (৮ জুলাই) ফরিদা পারভীনের স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম জানান, গত সোমবার সিটি স্ক্যান করার পর শিল্পীর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে জরুরি ভিত্তিতে তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়।

হাসপাতালে বিএনপির পরিদর্শন দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন ও বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/