২১ জেলায় তলিয়ে গেছে যত হেক্টর ফসলি জমি

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫


বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি ফসল পানিতে তলিয়ে গেছে।

মাঠ পর্যায়ের তথ্য থেকে জানা যায়, মাঠ-তথ্য অনুযায়ী মন্ত্রণালয় জানায়, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুর—এই ২১টি জেলায় মোট ৭২,০৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ হেক্টর, পাট ১৩৫ হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ হেক্টর, কলা ১১৪ হেক্টর, পেঁপে ২৯৩ হেক্টর, পান ৩৮৭ হেক্টর, বোনা আমন ২৯৭ হেক্টর, মরিচ ১০৪ হেক্টর এবং গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

জেলার ভিত্তিতে ক্ষতির পরিমাণের মধ্যে কুমিল্লায় ১১,৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭,৮০৬ হেক্টর এবং ফেনীতে ১,৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/