বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আগামী সেপ্টেম্বরে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। আজ শুক্রবার সকালেই নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই উদ্বেগ জানান।
রিজভী বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে। আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হলে মানুষ কাউকে ছাড়বে না।”
তিনি আরও বলেন, “বিবিসি হাসিনার হত্যার হুকুমের তথ্য প্রমাণ করেছে। এর আগে ৭৫-এর ২৫ জানুয়ারি বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। এখন একটি ভিন্ন চক্র ভোট নিয়ে টালবাহানা করছে।”
রিজভী জানান, “১৮-এর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে যে হাসিনার অধীনে নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিবাদ নানা ছিদ্রপথে প্রবেশের চেষ্টা করছে এবং সচিবালয়ে প্রশাসনে এখনও ফ্যাসিবাদ বহাল আছে, যারা মাথা চাড়া দিতে পারে।”
তিনি জনগণকে সতর্ক করে বলেন, আগামী নির্বাচনে সঠিক ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আনতেই হবে।
https://slotbet.online/