বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হলো কক্সবাজারের উখিয়া উপজেলার এক তরুণের মৃতদেহ। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২২)। তিনি পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমদের ছেলে।
জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি জীবিকার তাগিদে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতে যান। প্রতিদিনের মতো কাজ শেষে নদীতে গোসল করতে নামলে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় রাতভর খোঁজাখুঁজির পর অবশেষে পরদিন নদীর একটি পয়েন্ট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাইফুল একটি অসহায় পরিবারের সদস্য। পরিবারের আর্থিক সংকট দূর করতে সে দূর-দূরান্তে গিয়ে পরিশ্রম করত। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, “সাইফুল খুবই গরিব পরিবারের ছেলে। কাজের জন্য দূরে গিয়েছিল। শুনেছি রান্নার জন্য নদীতে লাকড়ি আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা।”
এদিকে এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বইছে শোকের ছায়া। তরুণ বয়সে সাইফুলের অকাল মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।
https://slotbet.online/