চরিত্রহীন কর্মকর্তার বদলিতে ক্ষোভে উত্তাল বান্দরবান

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫


দুর্নীতিবাজ, লম্পট ও চরিত্রহীন মনিরুজ্জামান খানকে শাস্তিস্বরূপ বান্দরবানে বদলি করা হয়েছে, যা বান্দরবানবাসীর জন্য হুমকিস্বরূপ। যাকে-তাকে বদলি করে বান্দরবানে পাঠালে শিক্ষার্থীদের সঙ্গে জঘন্য আচরণ করবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে; বান্দরবান একটি শান্তিপূর্ণ জেলা, এটি কোনো ভাঙারির স্তুপ নয়।

আজ রোববার সকালে প্রেসক্লাব চত্বরে মানিকগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে বান্দরবানে বদলির আদেশ বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ছাত্র সমাজের নেতারা।

এ সময় হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজের সদস্যরা।

সাধারণ শিক্ষার্থী লাবনী তংচঙ্গ্যা বলেন, “বান্দরবান কিংবা তিন পার্বত্য জেলাকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ডাম্পিং স্টেশন মনে করেন। যার ফলে দুর্নীতিবাজদের শাস্তিস্বরূপ পার্বত্য এলাকায় বদলি করা হয়। এমন ন্যক্কারজনক সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানিকগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান একজন লম্পট ও চরিত্রহীন ব্যক্তি। স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় তার অসৎ ও বিকৃত মানসিকতার পরিচয় প্রকাশ পেয়েছে। তাকে বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার না করলে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি।”

পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক এডিশন চাকমা বলেন, “পার্বত্য এলাকা একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাসস্থল। আমরা চাই না, এই অঞ্চলে এমন জঘন্য চরিত্রের শিক্ষা কর্মকর্তা আসুক। শান্তিপ্রিয় বান্দরবান জেলাকে অশান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট কর্মকর্তা পাঠানো হয়েছে। এর ফলে পাহাড়ের শিক্ষাব্যবস্থা আরও পিছিয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এখানে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।”

মানববন্ধন শেষে আদিবাসী ছাত্র সমাজের শিক্ষার্থীরা বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় শিমুল তংচঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খিয়াংসহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/