পূর্ব কঙ্গোর ইটুরি প্রদেশে একটি গির্জা প্রাঙ্গণে ইসলামিক স্টেট (আইএস)-সমর্থিত বিদ্রোহীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
রবিবার (২৭ জুলাই ২০২৫) ভোররাতে Komanda এলাকার একটি ক্যাথলিক গির্জায় এ হামলা চালানো হয়। স্থানীয় সময় রাত ১টার দিকে গির্জা ও আশপাশের এলাকায় অতর্কিতভাবে হামলা চালায় ADF (Allied Democratic Forces) নামের একটি সশস্ত্র বিদ্রোহী দল, যারা ইসলামিক স্টেটের কেন্দ্রীয় আফ্রিকান শাখা (IS-CAP)-এর সঙ্গে যুক্ত।
Associated Press (AP) এবং Reuters-এর খবরে জানা যায়, বিদ্রোহীরা গির্জার ভিতরে ঢুকে নির্বিচারে গুলি চালায় ও পরে আগুন লাগিয়ে দেয়। এতে অন্তত তিনটি মরদেহ অগ্নিদগ্ধ হয় এবং আরও অনেকেই গুরুতর আহত হন।
স্থানীয় নাগরিক সমাজ নেতা দিউদোনে দুরানথাবো জানান, “এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত গণহত্যা। তারা নিরীহ মানুষদের টার্গেট করেছে—যারা ঘুমিয়ে ছিলেন বা প্রার্থনায় ছিলেন।”
কঙ্গোর সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনগোঙ্গো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,”প্রাথমিকভাবে ১০ জন নিহতের তথ্য পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। হামলাকারীরা গুলি ছাড়াও ধারালো অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করেছে।”
ADF মূলত উগান্ডা ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী, যারা ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে তারা কঙ্গোর পূর্বাঞ্চলে একাধিক ভয়াবহ হামলা চালিয়েছে, যার অধিকাংশই ধর্মীয় উপাসনালয় ও সাধারণ জনগণকে লক্ষ্য করে।
জাতিসংঘের মতে, ADF গত এক দশকে কঙ্গোতে হাজারো মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতির জন্য দায়ী।
এই হামলার পর আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কঙ্গো সরকারের প্রতি নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
https://slotbet.online/