মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন গঠন – Bangla Affairs

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫


নারী মৎস্যজীবীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে গঠিত হলো ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন। এ উদ্যোগ বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার (ডব্লিউজেসিসি), ‘ফিসনেট প্রকল্প’-এর আওতায়, উত্তরণ এর কারিগরি সহায়তা ও UK International Development-এর আর্থিক সহায়তায়।

২৭ জুলাই রবিবার সকাল ১০টায় চাঁদপাই ইউনিয়নের কানাইনগর বাজার সংলগ্ন একটি ক্লাবে অনুষ্ঠিত এই গঠন সভায় অংশ নেন ২৩ জন নারী মৎস্যজীবী, যারা বিভিন্ন প্রাথমিক দলের দলনেত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোকলেছুর রহমান কামাল। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ডব্লিউজেসিসি’র ফিসনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন।

গঠন সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমলা সরকার সভাপতি এবং ফারজানা আক্তার সহ-সভাপতি নির্বাচিত হন। মোট ১১ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় এ সময়।

ফেডারেশন গঠনের সার্বিক সহায়তা প্রদান করেন ডব্লিউজেসিসি ও উত্তরণ ফিসনেট প্রকল্পের মাঠপর্যায়ের ফ্যাসিলিটেটররা।

এই উদ্যোগ চাঁদপাইয়ের প্রান্তিক নারী মৎস্যজীবীদের স্বনির্ভরতা ও সংগঠিত প্ল্যাটফর্ম গঠনের পথ প্রশস্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/