বাংলাদেশে সন্ত্রাসবাদের ঠাঁই নেই: প্রধান উপদেষ্টা

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫


বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই; এমন কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনোভাবেই অপারেশন চালাতে দেওয়া হবে না। এ বিষয়ে আমাদের নীতি জিরো টলারেন্স।”

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের প্রধান অগ্রাধিকার। দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে।”

চার দশমিক শূন্য এক ঘণ্টাব্যাপী এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় চলমান শুল্ক সংক্রান্ত আলোচনা ও গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতি।

ট্রেসি জেকবসন বলেন, “বাংলাদেশে চলমান রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশংসনীয়। যুক্তরাষ্ট্র এসব উদ্যোগকে সমর্থন করে এবং ভবিষ্যত নির্বাচন নিয়ে আমরা আশাবাদী।”

বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস ‘ন্যাশনাল কনসেনসাস-বিল্ডিং কমিশন’-এর কাজের অগ্রগতি নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিশন অত্যন্ত ফলপ্রসূ কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এর সদস্যরা নিরলস পরিশ্রম করছেন।”

দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে উভয় পক্ষ আস্থা প্রকাশ করেছে যে, গণতন্ত্র, নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/