মোংলায় ছাত্রদলের শোক র‍্যালি ও স্মরণ সভা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫


জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের উদ্যোগে শোক র‍্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা ছাত্রদলের আয়োজনে সোমবার দুপুর ১২টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে শোক র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় স্মরণ সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

তিনি বলেন, “জুলাই-আগস্টের অর্জন আমাদের ধরে রাখতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কেউ এই অর্জন ছিনিয়ে নিতে না পারে। বর্তমানে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা যুক্ত হয়েছিল, তাদের মধ্যে কিছু লোকের পরবর্তী কার্যকলাপ আমাদের ব্যথিত করেছে। তবে সবাই নয়; একটি বিশেষ গোষ্ঠী এই বিপ্লবকে তাদের মতো করে ব্যবহার করতে চাইছে, ধান্দাবাজি করছে। কিছু চাঁদাবাজ গড়ে উঠেছে, যারা সর্বত্র চাঁদাবাজি করছে। এইসবের সঙ্গে ‘জুলাই বিপ্লব’-এর কোনো সম্পর্ক নেই। জুলাই আন্দোলন ছিলো সমতা ও ন্যায্যতার পক্ষে।

“আমরা বিএনপি ও সমমনা দলগুলো মিলে ১৭ বছর ধরে আন্দোলন করেছি। কিন্তু সবাই যখন একসঙ্গে রাস্তায় নামে, তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হন। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে, যেন ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে এমন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।”

শোক র‍্যালি ও স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব শফরুল হায়দার সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাসির মুসাল্লী, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর সাগর এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/