নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে চাঁদা না দেওয়ায় ১০টি দোকানঘরে তালা লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগে জামায়াতের এক স্থানীয় নেতা এবং বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ঘটনার পর দোকানঘরগুলো দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও আহম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তাঁর ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী (৪৫) ও তাঁর বাবা মুজিবর রহমান (৭০)।
থানা সূত্র জানায়, উপজেলার নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহম্মদপুর বাজারে তাঁদের জমির ওপর ১০টি দোকানঘর নির্মাণ করেন। তাঁদের নামে এসএ ও আরএস খতিয়ান রয়েছে এবং প্রায় ৭০ বছর ধরে তাঁরা নিয়মিত খাজনা দিয়ে এসব সম্পত্তি ভোগ করছেন।
সোমবার সকাল ১১টার দিকে রুহুল আমিন, আজিমুদ্দিন, হায়দার আলী ও মুজিবর রহমানের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে প্রতিটি দোকান থেকে মাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। মালিকরা রাজি না হওয়ায় তারা ১০টি দোকানঘরে তালা লাগিয়ে দখল নেন এবং ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগীরা দ্রুত স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ করলে, সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে বাজারে অভিযান চালান। তালা ভেঙে দোকানগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয় এবং চারজনকে আটক করা হয়।
ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন, “জোয়াড়ী ইউনিয়নের জামায়াত সভাপতি আবদুল মালেক আমাদের প্রতি দোকান বাবদ মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা নির্ধারণ করেন। কিন্তু আমরা তো এ জমিতে ৭০ বছর ধরে আছি, কেন চাঁদা দেব? এরপরই তারা দোকানে তালা লাগায়। আমরা সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেয়।”
তবে গ্রেপ্তারের আগে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা রুহুল আমিন বলেন, “এই জমির মালিক আমরা। অনেক দিন ধরে বেহাত ছিল। এখন ফিরে দখল নিয়েছি, তাই ভাড়া চেয়েছি। চাঁদা চাওয়া হয়নি। তবে দোকানে তালা দেওয়া উচিত হয়নি, এটা আমি স্বীকার করি।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, “চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। সেনা সদস্যরা অভিযুক্ত চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
https://slotbet.online/