আসনের সীমানা পুনর্নির্ধারণে কারিগরি কমিটির সুপারিশ জমা

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫


বিশেষজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত একটি কারিগরি কমিটি সংসদীয় আসন পুনর্নির্ধারণের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে। আজ বুধবার এই প্রতিবেদন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির হাতে তুলে দেওয়া হয়।

ইসি সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, সংবিধিবদ্ধ সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা যাচাই-বাছাই করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে ঠিক কতগুলো আসনে পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে ৭৯টি আসন নিয়ে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এসব পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক ছিলেন মো. রফিকুল হক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

ইতোপূর্বে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, আসন পুনর্নির্ধারণে ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা, এবং সংবিধান অনুযায়ী কমিশনের এখতিয়ার, সব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সুপারিশ পর্যালোচনার পর নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, যা আগামী জাতীয় নির্বাচনে কার্যকর হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/