আসন বাড়বে গাজীপুরে, কমবে বাগেরহাটে

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫


যেসব জেলায় ভোটার বেশি, সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে; আর যেসব জেলায় ভোটার কম, সেখানে আসন কমবে। এ হিসাব অনুযায়ী গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধির এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। বেশি ভোটারের জেলায় আসন বাড়বে, আর কম ভোটারের জেলায় আসন কমবে।

মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৪২টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি। সবকিছু বিবেচনায় নিয়ে ৩৯টি আসনে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রতি আসনে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন গড় ভোটার ধরা হয়েছে। সবচেয়ে বেশি ভোটার গাজীপুরে হওয়ায় সেখানে ১টি আসন বাড়ানোর এবং বাগেরহাটে ১টি আসন কমানোর সুপারিশ করেছে সংসদীয় আসন বিন্যাস বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি।

তিনি আরও জানান, পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭ ও ৮, বাগেরহাট-২ ও ৩, খুলনা—এই সব আসনের সীমানা পুনঃনির্ধারণ হবে। তবে কারও আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ দেওয়া হবে ১০ আগস্ট।

তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়, ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়, এবং একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্যও গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/