ভিবিডি সাতক্ষীরার বৃক্ষরোপণ কর্মসূচি প্রাণসায়ের খালপাড়ে

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫


পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা ইউনিট।

খুলনা ডিভিশন বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘গ্রীণ মিশন ফেইজ-১’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ব্রিজসংলগ্ন প্রাণসায়ের খালপাড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিবিডির সদস্যরা এ সময় একযোগে গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষের মধ্যেও চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রাণসায়ের খালপাড়ে
বৃক্ষরোপণ কর্মসূচি প্রাণসায়ের খালপাড়ে

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী। তিনি বলেন, “আজকের তরুণদের হাতে যদি পরিবেশ রক্ষার দায়িত্ব যায়, তবে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব। সাতক্ষীরায় এই আয়োজন সত্যিই অনুপ্রেরণামূলক।”

ভিবিডি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, বাঁচিয়ে রাখে পৃথিবীকে। আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি তরুণ পরিবেশ রক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্রেজারার নাইমুর রহমান, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডল, কমিটির সদস্য শান্তা ও রোহানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

ভিবিডি সাতক্ষীরা জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও জোরদার হয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই সবুজ যাত্রা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/