‘৭০ ভাগ মানুষ এখনো সুপেয় পানি পাচ্ছেন না’

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫


সাতক্ষীরার কলারোয়ায় ওয়াটার অ্যান্ড স্যানিটেশনবিষয়ক একটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়।

সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে নলকূপের পানি খাওয়ার অনুপযোগী হয়ে উঠেছে। কলারোয়া পৌরসভার প্রায় ৭০ ভাগ মানুষ এখনো সুপেয় পানি পাচ্ছেন না। নিরাপদ পানি না পাওয়ার কারণে মানবদেহে দেখা দিচ্ছে নানা জটিলতা।

সভায় আরও জানানো হয়, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কলারোয়া পৌরসভায় পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিকীকরণ, নারী ও শিশুবান্ধব পাবলিক টয়লেট স্থাপন ও বিশুদ্ধ পানির মেশিন বসানোর কার্যক্রম বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা ওসাপ বাংলাদেশ।

সভায় বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ওসাপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহা, অপারেশন ম্যানেজার খোরশেদ আলম, ওয়াশ লিড আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

বক্তারা বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরেন। সভায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/